এশিয়ান কাপ বাছাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচে হংকংয়ের বিপক্ষে প্রথমার্ধ সমতায় শেষ করল বাংলাদেশ। ম্যাচের শুরুতেই চমক দেখান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী, তবে শেষ মুহূর্তে গোল হজম করে সমতায় ফেরে প্রতিপক্ষ।
ম্যাচের মাত্র ১৩ মিনিটে এক দুর্দান্ত ফ্রি-কিক গোলে বাংলাদেশকে লিড এনে দেন হামজা। বক্সের বাইরে থেকে নেয়া তার কোণাকুণি বুলেট গতির শট হংকংয়ের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে দিক পরিবর্তন করে জালে জড়ায়। হামজার সেই গোলের পর প্রথমার্ধের বেশিরভাগ সময় ১-০ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিকেরা।
তবে, প্রথম ৪৫ মিনিটের যোগ করা সময়ে গোল খেয়ে বসে বাংলাদেশ। কর্নার কিক থেকে হংকং ম্যাচে সমতা ফিরিয়ে আনে। কর্নার থেকে আসা বল বাংলাদেশের পেনাল্টি বক্সের ভেতরে ঘোরাঘুরি করতে থাকে।
দুর্ভাগ্যজনকভাবে, সেই মুহূর্তে বাংলাদেশের খেলোয়াড়েরা বল ক্লিয়ার করার একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। সেই সুযোগে হংকং গোল করে স্কোরলাইন ১-১ করে ফেলে।