কালকিনি প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে মসজিদের সামনে থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ডাসার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। চুরি হওয়া লাল রঙের একটি পালসার মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন: কালকিনি উপজেলার মো. সলেমান সরদারের ছেলে মো. বাবু সরদার (২৫) ও পশ্চিম মিনাজদি গ্রামের শাকিল সরদার (২০), পিতা লুৎফর সরদার। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম রবিবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী ইমাম হাবিবুর রহমান হাবিব জানান, গত ২৩ সেপ্টেম্বর জোহরের নামাজের পর তিনি মিনারের উপরে মোটরসাইকেলের চাবি রেখে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সুযোগে চোরেরা লাল রঙের পালসার মোটরসাইকেলটি চুরি করে নেয়।
পরে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল দুপুরে ইমাম হাবিবুর রহমান মাদারীপুর শহরের একটি তেলের পাম্পে গেলে, সেখানে চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই যুবককে দেখতে পান। তিনি চোর চোর বলে চিৎকার করলে, তারা পালানোর চেষ্টা করে। তবে মাদারীপুর স্টেডিয়ামের কাছে মোটরসাইকেলসহ পড়ে গেলে স্থানীয় জনতা এগিয়ে এসে তাদের আটক করে।
ওসি এহতেশামুল ইসলাম জানান, চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি চুরির মামলা হয়েছে। একইসঙ্গে চক্রের পেছনে আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, “জনগণকে সতর্ক থাকতে হবে। অরক্ষিত জায়গায় মোটরসাইকেল ফেলে না রেখে নিরাপদ স্থানে রাখতে হবে।”