MPO ভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ দাবিতে পুলিশি হিংসা নিন্দনীয়, তদন্ত ও বিচার দাবি।
মোঃ রোকনুজ্জামান শরীফ অতিথি লেখক:জাতীয় প্রেসক্লাবে MPO ভুক্ত শিক্ষক ও কর্মচারীরা ২০% বাড়িভাতা এবং ১৫০০ টাকা মেডিকেল ভাতা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।
অভিযোগ অনুযায়ী, বরিশালের শিক্ষক শফিকুল ইসলাম কাজলসহ আরও অনেকে পুলিশি লাঠিচার্জের শিকার হয়েছেন।
শিক্ষকরা দেশের শিক্ষাব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। তাদের মৌলিক অধিকার ও শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধুমাত্র শিক্ষক সম্প্রদায়ের ওপর আঘাত নয়, বরং শিক্ষার মান ও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরও প্রশ্ন তোলে।
আমরা তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ তদন্ত ও দায়িত্বশীল বিচার দাবি করি। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ন্যায্য দাবিকে সম্মান জানানো প্রতিটি নাগরিকের দায়িত্ব।
দেশের ছাত্র সমাজসহ সমগ্র সমাজের বোধদয় এখন সবচেয়ে জরুরি। শান্তিপূর্ণ আন্দোলন ও শিক্ষকদের অধিকার রক্ষায় সকলকে সচেতন হতে হবে। শিক্ষার মান, ন্যায্যতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।