More

    নানা আয়োজনে কালকিনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    অবশ্যই পরুন

    মো.নাসির উদ্দিন ফকির লিটন কালকিনি প্রতিনিধি: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে আলোচনা সভা, শোভাযাত্রা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

    দিবসটি উদ্যাপন উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় কালকিনি উপজেলা চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা কার্যালয় চত্বরে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

    এতে ফায়ার সার্ভিসের কর্মিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপস্থিত জনগনদের সচেতন করতে আগুন লাগলে কি করতে হবে, ভূমিকম্প হলে তাৎক্ষণিকভাবে কিভাবে উদ্ধার করতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে প্রাথমিক ধারনা দেন। মহড়া শেষে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম সোহাগ, সমাজসেবা কর্মকর্তা রাসেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঃ রহমান, উপজেলা সিনিয়র (ভারপ্রাপ্ত) মৎস্য কর্মকর্তা প্রনব কুমার, কালকিনি ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার খোকন জমাদার প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা গণতন্ত্র মঞ্চের

    আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির কাছে আসন না চাওয়ার কথা জানিয়েছে গণতন্ত্র মঞ। সব আসনে প্রার্থী দেয়ার পাশাপাশি নেতাকর্মীদের...