আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। টুর্নামেন্টের টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ডিসেম্বরে বিপিএল আয়োজনের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন। তার মতে, এত অল্প সময়ে একটি চ্যাম্পিয়ন দলের পক্ষে প্রস্তুতি নেওয়া প্রায় ‘অসম্ভব’।
তবে তিনি এও নিশ্চিত করেছেন, যদি বরিশাল খেলে, তবে দলের অবিচ্ছেদ্য অংশ তামিম ইকবালও খেলবেন। সাম্প্রতিক সময়ে বিসিবি নির্বাচন এবং তামিম ইকবালের ক্রিকেট বয়কট ঘোষণাকে কেন্দ্র করে বরিশালের বিপিএল অংশগ্রহণ নিয়ে গুঞ্জন চলছিল। সেই গুঞ্জনের বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন মিজানুর রহমান।
তিনি বলেন, ‘আমি বলিনি আমরা বিপিএলে খেলব না। যদি সময়টা বদলায়, তাহলে অবশ্যই খেলব। কিন্তু এই এক-দেড় মাসের মধ্যে ফান্ড জোগাড় করা, খেলোয়াড়দের আনা এবং দল গোছানো সম্ভব নয়।’ তিনি বিসিবিকে সময়সূচি পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, ‘শুধু আয়োজন করার জন্যই বিপিএল করাটা আমি সঠিক মনে করি না। আমি মনে করি, ফরচুন বরিশাল ছাড়া বিপিএল করাটাও ঠিক হবে না।’
এদিকে বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে ক্রিকেট থেকে দূরে থাকা এবং ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দেওয়া তামিম ইকবালের বিপিএল খেলা নিয়েও ছিল ব্যাপক কৌতূহল। সেই কৌতূহলেরও অবসান ঘটিয়েছেন বরিশালের মালিক। তিনি বলেন, ‘আমার মনে হয় না তামিম বিপিএলে খেলবে না।
সে সম্ভবত সাধারণ খেলা বয়কটের কথা বলেছিল। যদি বিপিএল হয়, আমি তাকে অনুরোধ করব এবং আমার বিশ্বাস, বরিশাল খেললে সেও খেলবে।’ বিসিবি অবশ্য ডিসেম্বরের শেষদিকেই ৫ দল নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনায় আছে।’