More

    নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ আহরণ: মেঘনায় ২৫ জেলেকে জরিমানা

    অবশ্যই পরুন

    বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে ইলিশ ধরার অভিযোগে ২৭ জেলেকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে জব্দ প্রায় ২২ লাখ মিটার অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আজ সোমবার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলম বলেন, ‘আগে অভিযানের খবর পেয়ে জেলেরা সরু খালে লুকিয়ে থাকত।

    এবার আমরা সেসব জায়গায় আগে থেকেই আমাদের টিম মোতায়েন করেছিলাম।’ তিনি বলেন, ‘আজ সকাল ৮টার দিকে খালে প্রবেশের সঙ্গে সঙ্গেই আমরা তাদের হাতেনাতে ধরে ফেলি।’ কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মারুফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলম যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

    আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. ইলিয়াস শিকদারের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। সেখানে ২৫ জেলেকে এক হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। দুইজন নাবালক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ইউএনও বলেন, ‘জব্দ করা সব জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং জব্দ করা ইলিশ মাছ স্থানীয় মাদরাসাগুলোতে বিতরণ করা হয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে রাস্তা না থাকায় আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘরই ফাঁকা

    পিরোজপুর জেলার কাউখালীতে আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘরে থাকছেন না ঘর বরাদ্দ পাওয়া ব্যক্তিরা। ঘরগুলো জড়াজীর্ণ অবস্থায় রয়েছে। ঘরে লোক...