ভোলায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়। যার মধ্যে ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠানই ভোলা জেলার বিভিন্ন উপজেলার।
মঙ্গলবার (০৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত এই নাম পরিবর্তন বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজ’র নাম পরিবর্তন করে ‘বাংলাবাজার ডিগ্রী কলেজ’, তজুমুদ্দিন উপজেলার তজুমুদ্দিন হোসনে আরা চৌধুরী মহিলা কলেজ’র নাম পরিবর্তন করে তজুমুদ্দিন মহিলা কলেজ, লালমোহন উপজেলার ‘হাজী নুরুল ইসলাম চৌধুরী ডিগ্রী কলেজ’র নাম পরিবর্তন করে লালমোহন ডিগ্রী কলেজ, নুরনবী চৌধুরী মহাবিদ্যালয়’র নাম পরিবর্তন করে বদরপুর মহাবিদ্যিলয়, চরফ্যাশন উপজেরার আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ’র নাম পরিবর্তন করে ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ’র নাম পরিবর্তন করে চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ, নীলিমা জ্যাকব মহিলা কলেজ’র নাম পরিবর্তন করে দুলার হাট মডেল কলেজ, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ’র নাম পরিবর্তন করে দক্ষিণ আইচা কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের নাম পরিবর্তন করে ভোলা টিচার্স ট্রেনিং কলেজ, এবং মনপুরা উপজেলার সাকুচিয়া আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ’র নাম পরিবর্তন করে সাকুচিয়া মহাবিদ্যালয় নামকরন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পত্রের নির্দেশনার আলোকে এই নামগুলো পরিবর্তন করা হয়েছে। এর আগে আরও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার।