মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি ও পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের ন্যায় ভোলার মনপুরা উপজেলায়ও কর্মবিরতিতে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সোমবার (১৩ অক্টোবর) থেকে উপজেলার এমপিওভুক্ত ১৬ টি স্কুল,কলেজ ও মাদ্রাসার পাঠদান বন্ধ রয়েছে। এর মধ্যে ৮টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি কলেজ ও ৬টি মাদ্রাসার শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানে পাঠদান থেকে বিরতিতে থাকবেন বলে জানান শিক্ষকরা। এদিকে এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় স্থবির হয়ে পড়েছে উপজেলার শিক্ষাব্যবস্থা। সকাল থেকে শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে পাঠগ্রহনের জন্য আসলেও ক্লাস না করেই বাড়ি ফিরে যেতে হয়েছে শিক্ষার্থীদের। কবে নাগাদ পাঠদান শুরু হবে সে বিষয়েও কিছু জানেন না শিক্ষার্থীরা।
সাকুচিয়া বদিউজ্জামান দাখিল মাদ্রাসার শিক্ষার্থী, শান্তা, মালিহা, জান্নাত, জেমিমা জানান, আমরা ক্লাস করার জন্য প্রতিদিনের মতো মাদ্রাসায় আসি। এসে জানতে পারি আমাদের শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছেন। তাই ক্লাস না করেই বাড়ি ফিরে যাচ্ছি। মনপুরা ফাজিল মাদ্রাসার শিক্ষক মোঃ মাহমুদুল হাসান জানান, এমপিওভুক্ত শিক্ষকরা সবসময় অবহেলা ও বৈষম্যের শিকার।
শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির ন্যায্য দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে লাঞ্চিত হয়েছেন আমাদের বহু শিক্ষক। তারই প্রেক্ষিতে দেশের সকল শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষনা করে পুলিশি হয়রানীর প্রতিবাদ জানিয়ে আমাদের এই কর্মবিরতি পালন।
এব্যাপারে কর্মবিরতিতে থাকা মনপুরা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও শিক্ষকনেতা মাওলানা আমীমুল ইহসান জসিম জানান, দেশের সকল এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবী ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে। এবং সেই দাবী আদায়ের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করে আমরা কর্মবিরতি ঘোষনা করেছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অব্যাহত থাকবে।