More

    শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয় : নুরুল হক নুর

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান নুর।

    প্রশ্ন রেখে পোস্টে নুর লিখেছেন, ‘শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠন কিভাবে হবে? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া যৌক্তিক, সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে শিক্ষকরা যেন মর্যাদার সঙ্গে খেয়ে-পরে বেঁচে থাকতে পারে, সেভাবে বেতন কাঠামো পুনর্বিন্যাসসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করা দরকার।

    শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয়।’ উল্লেখ্য, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আজ মঙ্গলবার দুপুরে তারা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নববধূর মৃত্যু

    বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নববধূর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার গৈলা মডেল ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের নববধূ জান্নাতুল ইসলাম...