More

    বরিশালে যে ১২ কলেজের সবাই অকৃতকার্য

    অবশ্যই পরুন

    এইচএসসি পরীক্ষায় বরিশাল বিভাগের ১২টি কলেজের কেউ পাস করেননি। তাদের সবাই ফেল করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। জানা গেছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ।

    এ বছর জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। এর মধ্য মেয়ে পরীক্ষার্থীরা পেয়েছে ১২৭৪টি ও ছেলে পরীক্ষার্থীরা পেয়েছে ৪৫৭টি জিপিএ ৫। পাসের হার ও জিপিএর দিক দিয়ে এবারেও এগিয়ে মেয়েরা। গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছিল ৪ হাজার ১৬৭ শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষা বোর্ডের হলরুমে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী।

    তিনি জানান, এ বছর মোট পরিক্ষার্থী ছিল ৬১ হাজার ৪৮১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৯ হাজার ২৩৯ জন। এর মধ্য ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৯৯৪ জন এবং ছাত্রী শিক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৪৮৭ জন। এবছর মোট কলেজের সংখ্যা ছিল ৩৪৯টি। মোট ১৪৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরিশাল শিক্ষা বোর্ডের অধিনে এবছর মোট ১২টি কলেজে কেউ পাস করেনি।

    বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইউনুস আলী সিদ্দিকী ব‌লেন, বরিশাল শিক্ষা বোর্ডের ফল সন্তোষজনক। গত বছর পাসের হার বেশি থাকলেও এ বছর পাসের হার কম। তবে যারা নিয়মিত পড়াশোনা করেছে, তারাই কাঙ্ক্ষিত ফল অর্জন করেছে। যে ১২টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ ব্যাটারিচালিত রিকশার দখলে বাকেরগঞ্জ পৌরসহ শহর

    বরিশালের বাকেরগঞ্জে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশা বেড়ে যাওয়ায় পৌর শহরে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। প্রথমদিকে এই যানগুলো মানুষের যাতায়াত...