More

    মিরপুর অগ্নিকান্ডে নিহত ১৬ লাশের ময়না তদন্ত

    অবশ্যই পরুন

    রাজধানীর মিরপুরের রুপনগরে আগুনের ঘটনায় দগ্ধ ১৬ লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। এদের মধ্যে বৃহস্পতিবার ১০ এবং বুধবার ৬ লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

    বৃহস্পতিবার যে ১০ জনের ময়না তদন্ত করা হয়, তারা হলেন, মুনা আক্তার সামিরা (১৪), ফারজানা আক্তার (১৫), মুক্তা আক্তার (৩০), অজ্ঞাত মহিলা (২৫), অজ্ঞাত পুরুষ (৪০), অজ্ঞাত পুরুষ (৩০), অজ্ঞাত পুরুষ (২৬), অজ্ঞাত পুরুষ (২৮), অজ্ঞাত পুরুষ (২০), অজ্ঞাত পুরুষ (২০)।

    বুধবার যাদের ময়না তদন্ত করা হয়, তারা হলেন, মাহিরা আক্তার (১৪), নার্গিস আক্তার (১৮) নুরে আলম (২৩), সানোয়ার হোসেন (২২) ,আব্দুল্লাহ আল-মামুন (৩৯) ও রবিউল ইসলাম রবিন (১৯)।

    বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিষয়টি নিশ্চিত করে রুপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুখলেছুর রহমান বলেন, মোট ১৬ মরদেহের মধ্যে রয়েছে ১০ জন পুরুষ ও ৬ নারী। তাদের মধ্যে ছয় জন পুরুষের পরিচয় পাওয়া যায়নি, দাবিদার রয়েছে।

    তিনি জানান, দু’দিনে সকলের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক চিকিৎসকের মাধ্যমে তাদের ডিএনএ-র নমুনা সংগ্রহ করা হয়েছে।

    ঢামেক হাসপাতালে মৃতের কয়েকজন স্বজন জানিয়েছেন, তারা তাদের স্বজনদের লাশ পেতে সিআইডির ফরেনসিক ল্যাবে বৃহস্পতিবার প্রয়োজনীয় নমুনা দিয়েছেন।

    মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে, যখন শিয়ালবাড়ির ৩ নম্বর সড়কে অবস্থিত টিনশেড রাসায়নিক গুদামে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। আগুনের তীব্রতায় পাশের চারতলা ভবনের দুই তলায় আগুন ছড়িয়ে পড়ে। সেখানে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

    এছাড়া রাসায়নিক গুদামের ভিতরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, যা এলাকাবাসীর জন্য বিপদজনক হয়ে উঠেছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও কেমিক্যাল গুদামের আগুন পুরোপুরি নির্বাপণ করতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে।

    ফায়ার সার্ভিসের তৈরি করা অবৈধ প্রতিষ্ঠানের তালিকায় রাসায়নিক গুদাম আলম ট্রেডার্সও ছিল। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন সংস্থাকে বিষয়টি জানানোর পাশাপাশি তিনবার ওই গুদামেও নোটিশ দেওয়া হয়েছিল। ওই গুদাম অভিযান চালানোর পর্যায়ে ছিল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে জুলাই সনদ,পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি প্রদান

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জুলাই সনদ,পিআরসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা...