More

    জুলাই সনদ স্বাক্ষরের সংসদ ভবন এলাকায় ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে বিক্ষোভ, লাঠিচার্জ-অগ্নিসংযোগ

    অবশ্যই পরুন

    জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা আগে আজ দুপুরে সংসদ ভবনের সামনে জড়ো হওয়া ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে কয়েকশো বিক্ষোভকারীকে ধাওয়া ও তাদের উপর লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত করা এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

    শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের বাধা পেরিয়ে সংসদ ভবনের মূল ফটক টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে মূল ফটক উন্মুক্ত করে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    এসময় ভেতরে ঢুকে জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানের জন্য তৈরি করে রাখা মঞ্চের সামনে এসে অতিথিদের জন্য বরাদ্দ চেয়ারে বসে পড়েন ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া বিক্ষোভকারীরা।

    এক পর্যায়ে দুপুর একটার কিছুক্ষণ আগে মঞ্চে উঠে ঘোষণাপত্র সংশোধন করে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের সুরক্ষা নিশ্চিতের আশ্বাসও দেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের বিক্ষোভ

    বরিশালের ভোলাতে কাজী ফার্মসের কন্টাক্ট ফার্মিংয়ের নামে দাদন ব্যবসা বন্ধ করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারলিপি প্রদান কর্মসূচি...