More

    শেষ মুহূর্তেও অবস্থান পাল্টেনি এনসিপির, যোগ দিচ্ছে না জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে

    অবশ্যই পরুন

    চব্বিশের গণঅভ্যুত্থানের ছাত্রদের রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ না দেয়ার যে ঘোষণা দিয়েছিল, সেই অবস্থানে অনড় রয়েছে দলটি। একেবারে শেষ মুহূর্তে এসেও জানা যাচ্ছে, ঢাকার সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের যোগ দিচ্ছে না তারা।

    সনদ বাস্তবায়ন পদ্ধতির খসড়া, নির্বাচনের আগে গণভোট, সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা এবং আগামী সংসদকে কনস্টিটুয়েন্ট ক্ষমতা না দিলে অনুষ্ঠানে যাবে না বলে গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্পষ্ট জানিয়ে দেয় এনসিপি।

    এরপর তাদেরকে রাজি করাতে দিনভর নানা চেষ্টা চালায় সরকার। এর মধ্যে সরকারের অন্তত একজন উপদেষ্টা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

    এছাড়া, একটি পত্রিকার সম্পাদককে দিয়ে এনসিপিকে বুঝানোর চেষ্টা করা হয় বলে খবর প্রকাশ্যে এসেছে।

    বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের বক্তব্য হচ্ছে, সইয়ের আগে বাস্তবায়ন পদ্ধতির খসড়া প্রকাশ্যে আনা হবে না। এতে সনদে স্বাক্ষরে রাজি অন্য দলগুলো বেঁকে বসতে পারে।

    তবে, বাস্তবায়ন পদ্ধতি কী হতে পারে তা এনসিপিকে কমিশন জানিয়েছে বলে সূত্রে জানা গেছে।

    এদিকে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতির দাবিতে জুলাই যোদ্ধারা অবস্থান নেয়ায় সেখানে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও প্রতিবেদন লেখার সময় পরিবেশ শান্ত রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জনগণ বিশ্বাস করে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: ফখরুল

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ও কয়েকজন আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা...