More

    উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন,বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান ইকবালকে গ্রেপ্তার করেছে দিনাজপুর জেলা পুলিশ।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে এ খবরটি দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে জানানো হয় বলে সাংবাদিকদের জানান (ওসি) মো. আব্দুস সালাম।

    ওসি আরও জানান, তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে দিনাজপুর আদালতে শুক্রবার (১৭ অক্টোবর) হাজির করা হয়।

    দিনাজপুরের সীমান্তবর্তী বিরামপুর কাটলা এলাকায় অবৈধ পথে ভারত যাওয়ার সময় তাকে বরগুনার এক আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার করা হয়। জানা গেছে তার বিরুদ্ধে ঢাকায় রাষ্ট্রদোহ মামলাসহ উজিরপুরে একাধিক মামলা রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনায় সৎ লোক ছিলেন – মেজর হাফিজ

    ইউসুফ আহমেদ, লালমোহন (ভোলা): বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, ভোলা ৩ আসনের সাবেক...