কাজিরহাট থানা প্রেসক্লাব স্থাপিত ২০১৩ সালে সাংবাদিকদের নিয়ে গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন স্থাপিত হয়।
২০২৫ সালে অক্টোবর মাসে পুরাতন কমিটি মেয়াদ হয়ে গেলেও। সাংবাদিকদের সম্মতিক্রমে নতুন কমিটি পথ চলা শুরু করে ২০ সদস্য বিশিষ্ট সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়।
এস এম শাহ আলম সভাপতি দৈনিক ভোরের অঙ্গীকার ও ঘোষণা।মোঃ মনির হোসেন সিনিয়র সহ সভাপতি এস টিভি বাংলা।মো: রিয়াজ রহমান সিনিয়র সহ-সভাপতি এসটিভি বাংলা। এস এম রিফাত হোসেন জামাল সহ-সভাপতি দৈনিক সত্য সংবাদ ও মেহেন্দিগঞ্জ সংবাদ। মোঃ রাসেল কবির সাধারণ সম্পাদক দৈনিক সময়ের বার্তা, মেহেন্দিগঞ্জ সংবাদ, সৌরভ টিভি।
এইচ এম ইমরান সহ-সাধারণ সম্পাদক দৈনিক আজকের বরিশাল। মোঃ মনজুর রহমান সিকদার যুগ্ম-সাধারণ সম্পাদক অপরাধ বিচিএা। সহ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ মোল্লা চরমোনাই মিডিয়া।
মো:সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক দৈনিক বরিশালের কথা। মিলন হোসেন সহ সাংগঠনিক এসটিভি বাংলা। তামিম হোসেন রাজিব দপ্তর সম্পাদক অনলাইন টাইমস অফ বরিশাল। মোঃ সাহাদাত হাওলাদার সহ দপ্তর সম্পাদক দৈনিক দেশ কাল নিউজ।
মোশারফ হোসেন সহ দপ্তর সম্পাদক চন্দ্রদ্বীপ ডট কম বরিশাল। বাকিউল্লাহ খান কোষাধাক্ষ অনলাইন দর্পণ। বাবুল হাওলদার সমাজসেবা বিষয়ক সম্পাদক মানব অধিকার সংস্থা। জুনায়েদ হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক মেহেন্দিগঞ্জ সংবাদ।
ফয়সাল হাওলদার এাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দৈনিক কলমের কন্ঠ। সাইদুল ইসলাম তানভীর উন্নয়ন বিষয়ক সম্পাদক দৈনিক বরিশাল বার্তা।
স্বপন খান উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক আজকের খবর। মোসাম্মৎ মনি মহিলা বিষয়ক সম্পাদিকা অনলাইন আইপি সৌরভ টিভি।