More

    শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন, ফ্লাইট ওঠানামা বন্ধ

    অবশ্যই পরুন

    ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মালামাল রাখার এলাকায় আগুন লেগেছে, যার ধোঁয়া দেখা যাচ্ছে বহু দূর থেকে। শনিবার বেলা সোয়া ২টার দিকে সেখানে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম।

    তিনি বলেন, “বিমানবন্দরের ৮ নম্বর গেইটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট কাজ করছে।

    আরো ১৬টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।” শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে।

    বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, “সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।” কীভাবে সেখানে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য কর্তৃপক্ষ জানাতে পারেনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ক্যারিবিয়ানদের ২০৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

    মিরপুর স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এবারও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারলোনা বাংলাদেশ। তিন ম্যাচের...