বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির সাবেক আহ্বায়ক,
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনের সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৯ কোটি টাকার অবৈধ সম্পদ ও বিভিন্ন ব্যাংক হিসাবে ৮০ কোটি টাকার সন্দেহজনক দেনদেনের অভিযোগে এ মামলা করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদকের তথ্যমতে, হাসানাত আবদুল্লাহ অবৈধভাবে ১৯ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৭৫৯ টাকার সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবে ৮০ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৩২৭ টাকার সন্দেহজনক দেনদেন হওয়ায় মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস অসৎ উদ্দেশে তা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করার অপরাধে দুদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।