More

    নেছারাবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক: ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. জুবায়ের হোসেন হত্যার বিচার দাবিতে নেছারাবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলেজ ছাত্রদল। সোমবার সকালে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ঢাকার আরমানিটোলা পানির পাম্প গলির একটি ভবনে দুর্বৃত্তরা পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. জুবায়ের হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বক্তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    তারা আরও বলেন, যদি দ্রুত বিচার নিশ্চিত না হয়, তবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মো. খালেদ মাহমুদ, সাবেক সদস্য সচিব মো. জালিস মাহমুদ ভূঁইয়া, প্রচার সম্পাদক মো. ফারদিন ইসলাম, স্বরূপকাঠী সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রিয়াদুল ইসলাম প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিনামূল্যে বীজ ও সার পেল বরিশালের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

    নিজস্ব প্রতিবেদক:  কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজির (হাইব্রিড ও ইনব্রিড) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে...