More

    যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী সুলভের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার গৌরনদী উপজেলার নাঠৈ (উত্তর নাঠৈ) গ্রামের বাসিন্দারা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী সুলভের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল, অন্যের গাছ কেটে বিক্রি, মাদক ব্যবসা ও চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

    এলাকাবাসীর পক্ষে গৌরনদী থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগে জানানো হয়, মেহেদী সুলভের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব খাটিয়ে এলাকায় ভীতি সৃষ্টি করেছেন।

    অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, মেহেদী সুলভ ও তার সহযোগীরা বিভিন্ন সময় স্থানীয়দের ওপর হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করেছে। এমনকি একাধিক নারী নির্যাতন, মারধর, চাঁদা দাবি ও মাদক বাণিজ্যের সাথেও তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

    সরকারি নথি অনুযায়ী, বরিশালের বিভিন্ন থানায় মেহেদী সুলভের নামে একাধিক মামলা রয়েছে — যার মধ্যে রয়েছে দণ্ডবিধি ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩৭৯/৫০৬ ধারা এবং Explosive Substances Act 1908 অনুযায়ী মামলা।

    এলাকাবাসী অভিযোগ করেছেন, আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তিনি এখনো প্রকাশ্যে অবস্থান করছেন এবং ভয়ভীতির কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছে না। তারা প্রশাসনের নিকট দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যেন এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দুমকিতে জুলাই শহীদের মেয়েকে ধর্ষণ মামলায় ৩ আসামীর কারাদণ্ড

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে আলোচিত শহীদ জুলাই যোদ্ধার কন্যা কলেজছাত্রী ধর্ষণ মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে...