আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল আয়োজনের জন্য লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৫ মৌসুম স্থগিত ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
প্রথমে ২৭ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এলপিএল, তবে ভেন্যুগুলোর ব্যাপক সংস্কার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এখন অন্য সময়সূচি খুঁজছে এসএলসি। এসএলসির এক বিবৃতিতে জানানো হয়েছে, ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া ২০ দলের এই মেগা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মাঠগুলোকে আন্তর্জাতিক মানে প্রস্তুত রাখতে সংস্কার কাজ জরুরি।
আইসিসির নীতিমালা অনুসারে ভেন্যুগুলোর সুযোগ-সুবিধা বাড়াতে কাঠামোগত পরিবর্তন দরকার, যার কারণে এলপিএল স্থগিত করা হয়েছে। কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলা ভেন্যুতে ম্যাচ আয়োজনের কথা থাকলেও, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বর্তমানে নারী বিশ্বকাপের ১১টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এসব ম্যাচ শেষ হলে সংস্কার কাজ পুনরায় শুরু হবে, যা এলপিএলের সময়সূচিতে বিঘ্ন ঘটাত।
অন্যদিকে, এলপিএলের নতুন মৌসুমে ফ্র্যাঞ্চাইজি দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা থাকলেও, দুই সফল ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংস এবং কলম্বো স্ট্রাইকার্সকে চুক্তিভিত্তিক নীতিমালা লঙ্ঘনের কারণে এসএলসি বাদ দিয়েছে।
উক্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর নতুন মালিকানার বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি। এসএলসি এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এলপিএলের নতুন সময়সূচি নির্ধারণে ব্যস্ত রয়েছে।