ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচের জন্য আজ (২৩ অক্টোবর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরি থেকে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। বাদ পড়েছেন সাইফউদ্দিন।
সাইফউদ্দিন ছাড়া সর্বশেষ আফগানিস্তান সিরিজের সবাই-ই আছেন এই সিরিজের দলে। নিয়মিত অধিনায়ক লিটনকে ছাড়াই ওই সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।