পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস পালিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে দশটায় কলাপাড়ার আন্ধারমানিক নদীর তীরে এ উপলক্ষে মানববন্ধন সমাবেশ করা হয়েছে।

ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, সাংস্কৃতিক সংগঠক ও গণমাধ্যম কর্মী তানজিল জামান জয়, উন্নয়ন সংগঠক সাইফুল্লাহ মাহমুদ, পরিবেশ কর্মী নজরুল ইসলাম, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব প্রমুখ ।
বক্তারা এখানকার ইলিশের অভয়াশ্রম আন্ধার মানিক নদীসহ সকল নদীর প্লাস্টিক পলিথিন দূষণ বন্ধের দাবি জানান। তাঁরা সকল নদীর সীমানা চিন্হিত করাসহ জলবায়ু পরিবর্তনজনিত যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানান।
বক্তারা উপকূলীয় কলাপাড়ার পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য ধ্বংস করে কোন ধরনের মেগা প্রকল্প বাস্তবায়ন না করতে সরকারের প্রতি আহ্বান জানান।
