স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় টঙ্গীতে মসজিদের খতিবকে গুম করে হত্যা, গাজীপুরে সংঘটিত ধর্ষণ ও সারাদেশে নারীর প্রতি সহিংসতার ঘটনায় জড়িতদের শাস্তি ও ইস্কন নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় গলাচিপা পৌর শহরের তহশিল অফিস জামে মসজিদ মাঠে উপজেলা ইমাম পরিষদ ও সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা হুমায়ুন কবির। সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন হাফেজ মো. আবদুল কাইয়ুম। এতে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামি গলাচিপা উপজেলা শাখার আমির ডা. মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুফতি আবুবক্কর সিদ্দিক, ইসলামি আন্দোলন বাংলাদেশ গলাচিপা পৌর শাখার সভাপতি নাজমুল হুদা রিপন,
গলাচিপা এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুল হাই এবং গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. তাওহীদুল ইসলাম তানজিম প্রমুখ। বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে ইসলাম, মানবতা ও ন্যায়বিচারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। যারা ধর্মীয় উগ্রবাদ, নির্যাতন বা ধর্ষণের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করছে— তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
বক্তারা আরও বলেন, ইস্কন সংগঠনের নামে দেশের বিভিন্ন স্থানে মুসলিম নারীদের উপর নির্যাতন ও অপকর্মের অভিযোগ উঠেছে, যা রাষ্ট্র ও সমাজের জন্য হুমকিস্বরূপ। তাই অবিলম্বে ইস্কন নিষিদ্ধ ঘোষণা এবং জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তারা।
প্রতিবাদ সভা ও বিক্ষোভে শতাধিক ইমাম, আলেম, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে ইসলাম, ন্যায়বিচার ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
