More

    তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই: হাসান মামুন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে দূরে রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই।

    তার দল রাষ্ট্র ক্ষমতায় এলে শিক্ষাব্যবস্থায় ক্রীড়াকে সিলেবাসে অন্তর্ভুক্ত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার মধ্যেই এই উদ্যোগের কথা উল্লেখ রয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে দশমিনার আদমপুরা কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ‘মাহফুজুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

    তিনি বলেন, “প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শরীর ও মন দুটোই গঠনমূলক পথে এগিয়ে নিতে সাহায্য করে।” হাসান মামুন অভিযোগ করেন, গত ১৭ বছরে শেখ হাসিনার সরকার তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

    নোংরা রাজনীতি ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে তরুণরা খেলাধুলা থেকে দূরে সরে মাদক ও সন্ত্রাসে জড়িয়ে পড়ছে। ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের তরুণদের দক্ষ, সচেতন ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্রীড়া ও শিক্ষার সমন্বয়ে কাজ করবে।

    ঢাকা জজ কোর্টের এপিপি আবু জাফর রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলিম তালুকদার, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, সহ-সভাপতি ওহাব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরাফাত নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার...