মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর মেগা ফাইনাল ম্যাচ।
রবিবার বিকেল ৫টায় ঐতিহাসিক উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় উলানিয়া একাদশ বনাম রণগোপালদী একাদশ। উত্তেজনাপূর্ণ এ খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৫–৩ গোলে জয়লাভ করে উলানিয়া একাদশ। এর মাধ্যমে তারা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে চ্যাম্পিয়ান ও রানার্সআপ ট্রফি তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও খেলা উপভোগ করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান (হিরু) এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিঠু সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র বিপুলসংখ্যক নেতাকর্মীসহ হাজারো ক্রীড়াপ্রেমী মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
