More

    কলাপাড়ায় সকল খালের সীমানা চিহ্নিতকরনসহ সাত দফা দাবি বাস্তবায়নে নদী তীরে সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি:সকল খালের সীমানা চিহ্নিতকরণ, তালিকা তৈরি, দখল—দূষণ মুক্ত করে কৃষিকাজের উপযোগী রাখাসহ সাত দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ সম্মেলন করা হয়েছে। আন্ধারমানিক নদী তীরের হেলিপ্যাড মাঠে সোমবার শেষ বিকালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    পরিবেশবাদী সংগঠন ধরিত্রিী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এই সংবাদ সম্মেলন করে। এখানে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু। বক্তব্য রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম ও আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব।

    বক্তারা কলাপাড়ার সকল খালের সীমানা চিহ্নিতকরন, ইউনিয়ন ভিত্তিক খালের তালিকা তৈরি, খালকে কৃষি জমি দেখিয়ে দেওয়া বন্দোবস্ত বাতিল, দখল—দূষণমুক্ত করন, স্লুইস খালকে বদ্ধ জলাশয় দেখিয়ে মাছ চাষের নামে দেওয়া লিজ প্রক্রিয়া বন্ধসহ সাত দফা দাবি জানান। ইতিপূর্বে একই দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত একটি আবেদন দাখিল করা হয়েছে। বক্তারা বলেন, ‘খাল—নদী বেষ্টিত জনপদ সাগরঘেষা কলাপাড়া উপজেলার মানুষের প্রধান পেশা কৃষি।

    অধিকাংশ জনপদ গড়ে উঠেছে খাল—নদীর পাড় ঘেষে। কৃষিকাজ করার একমাত্র অবলম্বন খালের পানি। যদিও আমন মৌসুমে বৃষ্টির ওপর কৃষকরা নির্ভরশীল থাকেন। কিন্তু শুকনো মৌসুমে সেচের জন্য খালের পানি একমাত্র ভরসা। শাকসবজি আবাদের ভরসাও খালের পানি। এছাড়াও গোসল—রান্নাসহ নিত্যদিনের ব্যবহারে অধিকাংশ মানুষ খালের পানির উপর নির্ভরশীল। কিন্তু দিনকে দিন মিঠা পানির সংকট ক্রমশ বাড়ছে।

    তাই এসব দাবি বাস্তবায়নের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আগামি দিনে কলাপাড়ার খাল—নদী রক্ষায় পরিবেশ প্রতিবেশ জীব—বৈচিত্র রক্ষা করে টেকসই উন্নয়ন করার জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখাজীর্, সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...