More

    পবিপ্রবিতে দুদকের অভিযান, নিয়োগ–পদোন্নতিতে অনিয়মের খতিয়ান তল্লাশি

    অবশ্যই পরুন

    নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের পটুয়াখালী জেলা সমন্বিত দপ্তরের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি দল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ অভিযান চালায়।

    দুদক সূত্রে জানা গেছে, প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ, মো. কবির শিকদার এবং সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সাকিবুল হাসান ফারুক খানের নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট দপ্তরের গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

    দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, “নিয়ম লঙ্ঘনের অভিযোগে কয়েকটি পদে পদোন্নতি দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। প্রয়োজনীয় নথি যাচাই-বাছাই শেষে বিষয়টি যাচাই করে দেখা হবে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

    অভিযান চলাকালে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ও গুঞ্জনের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। তবে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের একটি অংশ মনে করেন, দুদকের এই উদ্যোগ প্রশাসনিক জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গৌরনদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছাত্রদল কর্মীর মৃত্যু

    বরিশালের গৌরনদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জয় সন্যামত (২৫) নামের এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। নিহত জয় উপজেলার মাহিলাড়া ইউনিয়নের...