More

    টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

    অবশ্যই পরুন

    চট্টগ্রামের সাগরিকায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মুখোমুখি হচ্ছে দুই দল। সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

    প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। অন্যদিকে, প্রথম ম্যাচে জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজ আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে।

    চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় শুরু থেকেই রান তুলতে চাইবেন ক্যারিবিয়ান ওপেনাররা।

    গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে জায়গা হারিয়েছেন নুরুল হাসান সোহান, তার পরিবর্তে একাদশে ফিরেছেন জাকের আলি। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি, সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।

    বাংলাদেশ একাদশ :

    লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।

    ওয়েস্ট ইন্ডিজ একাদশ :
    শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ‍্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শুভ জোমাদ্দার পলাতক

    পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...