কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামীতে বাংলাদেশে যদি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় যেতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বে— সরকারি শিক্ষকদের জাতীয় করণের ব্যবস্থা করা হবে। রাষ্ট্রীয় ভাবে শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদার বিষয়টি বিবেচনা করা হবে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে কলাপাড়ায় এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক— কর্মচারীদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বিএনপি ক্ষমতায় গেলে আগামীতে শিক্ষকদের জন্য রাষ্ট্রীয় পুরস্কারের ব্যবস্থা করা হবে। তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে।
কলাপাড়া নেছারউদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক ইভান মাতুব্বর ও আল এমরান হারুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহসভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাড হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো: ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ কালিউল্লাহ,
মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম, খানাবাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিএম সাইদুর রহমান, ইসমাইল হোসেন তালুকদার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো: আবু সালে, জালাল উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক আল মামুন, অধির চন্দ্র ঢালী, মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান, বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুল্লা লিটন, ধানখালী দাখিল মাদ্রার সুপার মাওলানা ওসমান গনি, বানাতিপাড়া দাখিল মাদ্রার সুপার মাওলানা মো: আ: আউয়াল প্রমুখ।
মতবিনিময় সভায় কলাপাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
