More

    কলাপাড়ায় গর্ভবতী পশু জবাইয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় পশু জবাই ও গর্ভবতী পশু জবাইয়ের অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা লালুয়া ইউনিয়নের বানাতিবাজার এলাকায় এ অভিযান চালিয়ে সুলতান নামের এক মাংস বিক্রেতাকে এ দন্ড দেয়া হয়।

    অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টে্রট ইয়াসীন সাদেক। অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০২১—এর ৮ বিধি লঙ্ঘনের অপরাধে এবং পশু জবাই ও মাংসের মাননিয়ন্ত্রণ আইন, ২০১১—এর ২৪ ধারায় বানাতিবাজারের সুলতান (৫৫) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে কলাপাড়া থানা পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সহায়তা করেন।

    এ সময় বাজার কমিটির সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সরকার নির্ধারিত আইন অনুযায়ী পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের অভিযান। অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্টে্রট ইয়াসীন সাদেক

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    খালেদা জিয়ার আসনে প্রার্থী কারা, জানালো বিএনপি

    সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তিনটি আসনে দলটির বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া নেতারাই আসন্ন...