স্টাফ রিপোর্টার: ঢাকার শাহবাগে প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশের গুলিবর্ষণ ও সহিংস আচরণের প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। শিক্ষকরা জানান, এই ‘বর্বরতার’ প্রতি তীব্র ধিক্কার ও নিন্দা জানিয়ে তারা শ্রেণিকক্ষে না গিয়ে কর্মবিরতিতে রয়েছেন।
তাদের দাবি, ঢাকায় আহত শিক্ষকদের ন্যায্য বিচার ও আন্দোলনের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।
গলাচিপার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষকেরা শ্রেণিকক্ষে না গিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা একযোগে জানান, “যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে।”
শিক্ষকদের এই আন্দোলনে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
