More

    শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের সমাবেশে শিক্ষকদের উপর বর্বরোচিত পুলিশী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কলাপাড়া প্রাথমিক শিক্ষা পরিবার।

    রোববার বিকাল ৪টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, চর নিশানবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন তালুকদার, রহমতপুর কে.জি.এ. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ সুজা উদ্দিন,

    পশ্চিম হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহিনুর বেগম, সোহরাফ হেসেন হিরন, আসাদুজ্জামান সোহাগ, ঈমাম হেসেন, নজমুন নাহার, মাকসুদা পারভীন, সাহাদাত হেসেন, আলী আহমেদ, সানজিদা রহমান, মোসা: ফাতেমা, মো: সেহেল মিয়া , মো: রফিকুল ইসলাম, মো: দেলোয়ার হোসেন, শাহরিয়ার রহমান সাধন, মো: আফজাল হোসেন, ইউসুফ হাসান প্রমূখ। বক্তারা কলেন, আমাদের শিক্ষকদের রক্ত রাজপথে পুলিশ দিয়ে ঝরিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার ন্যক্কার জনক কাজ করেছে।

    অভিলম্বে ৩দফা দাবি মেনে নেয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। তানা হলে শিক্ষকরা বিদ্যালয়ে যাবে কিন্তু পাঠদান থেকে বিরত থাকবে। তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিেও যাবে না বলেও সমাবেশে উল্লেখ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

    ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় মঞ্চসহ বেশ কয়েকটি...