More

    জনগণই সকল ক্ষমতার উৎস — তাদের রায়ই হবে আমার সিদ্ধান্ত- হাসান মামুন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: ‘একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলার মানুষ অপেক্ষা করছে। আমরা ১৭ বছর আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। এই আসন থেকে কখনো বিএনপি এমপি হতে পারে নাই। আজ যখন একটি বিজয়ের জন্য অপেক্ষা করছে তখন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে জয়ী করবো ইনশাআল্লাহ।’

    পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে মঙ্গলবার বিকাল ৫টায় বিএনপি’র বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

    তিনি আরও বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে আমি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। যেহেতু জনগণই সকল ক্ষমতার উৎস, সেহেতু জনগণের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আপনারা চাইলে এই অবহেলিত গলাচিপা-দশমিনার মানুষের জীবনমান উন্নয়নে আমি কাজ করতে চাই। তাই আপনাদেরকে সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।’

    মঙ্গলবার (১১ নবেম্বর) বিকাল ৩টায় হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গোলখালী ইউনিয়ন বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডা. মো. আনোয়ারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গাজী মো. রেজাউল করিম।

    সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে তৃণমূল বিএনপি’র পক্ষ থেকে আমরা হাসান মামুনকে প্রার্থী হিসেবে আপনাদের মাঝে দিয়েছি। হাসান মামুনকে দলীয় মনোনয়ন না দিলে আমরা গলাচিপা-দশমিনার সকল নেতাকর্মী একযোগে দল থেকে অব্যাহতি নিয়ে ইতিহাস সৃষ্টি করবো।’

    প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার হাওলাদার।

    সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান মঈন প্রমুখ।

    এছাড়াও উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দশ সহস্রাধিক মানুষ এ জনসভায় উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় অগ্নিকান্ডে ভস্মিভূত “দু”টি বসতবাড়ী পরিদর্শন করলেন  এস সরফুদ্দিন সান্টু

    রাহাদ সুমন : বরিশালের বানারীপাড়ায় চাখার ইউনিয়নের দড়িকর গ্রামের ৬নং ওয়ার্ডে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া "দু"টি বসতঘর পরিদর্শন করেছেন...