More

    বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার

    অবশ্যই পরুন

    তিন দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাইম রহমানকে মাদারীপুরের এক আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউস থেকে তাঁকে উদ্ধার করা হয়। এর আগে গত রোববার সকালে রাজধানীর মতিঝিল এলাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখা থেকে বের হয়ে নিখোঁজ হন নাইম রহমান।

    উদ্ধার অভিযানে মাদারীপুর সদর থানার পুলিশ সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তার মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করার খবর পান তাঁরা। পরে তাঁকে উদ্ধার করা হয়।

    বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তার নিখোঁজের ঘটনায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাই তাঁকে ওই থানায় হস্তান্তর করা হবে। তিনি মাদারীপুরে নিজে থেকেই আত্মগোপনে ছিলেন। তবে কেন এমনটি করলেন, তা এখনো জানা যায়নি।

    আবাসিক হোটেলটির ব্যবস্থাপক নটরাজ সরকার বলেন, ওই ব্যক্তি (নাইম রহমান) এক দিন আগে চাকরির সন্ধানে এসেছেন বলে হোটেলে অবস্থান করছিলেন। নাইম রহমান সপরিবার রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকায় থাকেন। তাঁর নিখোঁজের ঘটনায় বাবা সাজ্জাদ রহমান মিরপুর মডেল থানায় গত সোমবার একটি জিডি করেন।

    জিডিতে তিনি উল্লেখ করেন, রোববার সকাল ১০টায় তাঁর ছেলে নাইম রহমান উত্তর পীরেরবাগের বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার অফিসে যাওয়ার পর আর বাসায় ফেরেনি। বাংলাদেশ ব্যাংক ও পুলিশ জানায়, নিখোঁজ নাইম রোববার অফিসে গিয়েছিলেন।

    দুপুর ১২টার পর অফিসে ব্যাগ ও আইডি কার্ড রেখে নিরুদ্দেশ হন। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি নিজের ব্যাচের এক সহকর্মীকে সর্বশেষ বার্তা দেন। এতে তিনি নিজের ছোট বোনের জন্য একটি চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে লেখেন, ‘এটিই হয়তো আমার শেষ চাওয়া।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আগৈলঝাড়ায় অবসরভাতা ও কল্যাণ ফান্ডের অর্থ না পাওয়ায় শিক্ষক মিজানুল হক বিনা চিকিৎসায় জীবন— মৃত্যুর সন্ধিক্ষণে

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ আগৈলঝাড়ার একজন সৎ ও আদর্শবান শিক্ষকের অবসরভাতা ও কল্যাণ ফান্ডের অর্থ না পাওয়ায় বিনা চিকিৎসায় মৃত্যুর...