More

    বরিশালে চাকরিচ্যুত শ্রমিকদের সকাল-সন্ধ্যা অনশন

    অবশ্যই পরুন

    চাকরিচ্যুতির প্রতিবাদে বরিশালে অপসো স্যালাইন কারখানায় আন্দোলন ১৫ দিনে গড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার কয়েকশ শ্রমিক কারখানার প্রধান ফটকসংলগ্ন বগুড়া সড়কে সকাল-সন্ধ্যা অনশন করেছেন। বুধবার মালিকপক্ষের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা ভেস্তে গেলে আন্দোলরত শ্রমিকরা এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

    অপসো স্যালাইন দেশের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারী অপসোনিন গ্রুপের একটি প্রতিষ্ঠান। এ কারখানায় প্রায় এক হাজার শ্রমিক কর্মরত ছিলেন। গত ২৯ অক্টোবর কারখানার স্টুরিপ্যাক (সিরিঞ্জ ও স্যালাইন সেট প্রস্তুকারক) শাখার ৫৭০ জন শ্রমিককে চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয়। এর প্রতিবাদে এসব শ্রমিকসহ কারখানার সব শ্রমিক ৩০ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু করেন। সেদিন থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা বগুড়া সড়কের ওপর শামিয়ানা টানিয়ে অবস্থান করছেন। ফলে সড়কের এ অংশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

    সেখানেই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনশন করেন। অপসো স্যালাইন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রাকিব মিয়ার ভাষ্য, বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসকের মধ্যস্থতায় তাঁর সভাকক্ষে একটি বৈঠক হয়। মালিকপক্ষের কয়েকজন কর্মকর্তা এতে অংশ নেন। তারা শ্রমিকদের চাকরিচ্যুতির সিদ্ধান্তে অনড় থাকেন।

    এ ক্ষেত্রে তারা যুক্তি দেখান, এ কারখানা চালাতে গিয়ে প্রতিষ্ঠানের লোকসান হচ্ছে। অপরদিকে শ্রমিকরা চাকরিচ্যুতদের পুনর্বহাল করে কারখানা খুলে দেওয়ার দাবি তোলেন। কোনো পক্ষ ছাড় না দেওয়ায় সভাটি সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। শ্রমিক নেতারা জানিয়েছেন, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানার গেটের সামনে অনশন করা হয়েছে।

    আজ শুক্রবার বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে সমাবেশ ও নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে ৪ বছরেও শুরু হয়নি নলুয়া-বাহেরচর সেতুর নির্মাণ কাজ

    বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা ও পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য পায়রা-পাণ্ডব নদীর ওপর নলুয়া -...