More

    বাকেরগঞ্জে বেসরকারি সংস্থা CIPRB এর আয়োজনে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জ ( বরিশাল) সংবাদ দাতা:  জীবনের জন্য সাঁতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জ উপজেলায় শিশুদের ‘পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধযোগ্য” স্লোগানকে ধারণ করে বরিশালের বাকেরগঞ্জে শিশুদের বার্ষিক সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    ১৭ নভেম্বর সোমবার সকাল ১১ টায় সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমানোর জন্য সাঁতার প্রশিক্ষণের ওপর গুরুত্ব আারোপ করেন।

    এবং সাঁতারের গুরুত্ব বিবেচনা শিশুদেরকে পানিতে পরে ডুবে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানকে সাঁতার শিখানো উচিত। সাঁতার প্রতিযোগিতা শেষে সাঁতারুদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

    সিআইপিআরবির আঞ্চলিক সমন্বয়কারী মোতাহের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।

    সাঁতার প্রতিযোগিতায় চারটি শাখায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার সম্মাননা স্মারক ক্রেস্ট ও ব্যাগ বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে ঘরে ঢুকে ইমামের স্ত্রীকে গলা কেটে হত্যা

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে...