More

    শেখ হাসিনার রায় ঘিরে কঠোর নিরাপত্তা বলয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক

    অবশ্যই পরুন

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায়কে ঘিরে মাদারীপুরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

    সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকেই ঢাকা-বরিশাল মহাসড়ক, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও জেলা শহরে টহল কার্যক্রম পরিচালনা করছেন তারা। তবে এখন পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মাদারীপুর পৌর বাস টার্মিনাল থেকে স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে দূরপাল্লার বাস। সাধারণ মানুষেরও পর্যাপ্ত উপস্থিতি রয়েছে।

    মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরে কেউ যেন নাশকতা করতে না পারে সে ব্যাপারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় সারারাত মাঠে ছিল পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। এ ছাড়া, ভোর থেকে কার্যক্রম চলমান রয়েছে। রায় ঘোষণার পর পরিস্থিতি বুঝে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বলেন, সড়ক ও মহাসড়কে টহল বাড়ানো হয়েছে। যাত্রী ও পথচারীদের নিরাপত্তায় যে কোনো বিশৃঙ্খলা রোধে প্রস্তুত রয়েছে। ৪ প্লাটুন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে মাঠে কাজ করছে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    এ ছাড়া, জেলা পুলিশের পাশাপাশি থানা পুলিশের সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন যানবাহনে তল্লাশি করছেন। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভোলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ, বেশি আক্রান্ত শিশুরা

    ভোলায় বেড়েছে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে।...