বাকেরগঞ্জ পৌরসভার অর্থায়নে নবনির্মিত দৃষ্টিনন্দন লাভ বাকেরগঞ্জের উদ্বোধন করা হয়েছে।
১৮ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪ টায় বাকেরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডে বরিশাল – পটুয়াখালী মহাসড়কের পাশে চৌমাথা নামক স্থানে পৌরসভার অর্থায়নে দৃষ্টিনন্দন লাভ বাকেরগঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
দৃষ্টিনন্দন লাভ বাকেরগঞ্জের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রোমানা আফরোজ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, থানা অফিসার ইনচার্জ( ওসি) আবুল কালাম আজাদ, প্রকৌশলী জসিম উদ্দিন, উপজেলা জামাতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন ( বিপু), পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলিম জোমাদ্দার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির হাওলাদার, পৌর বিএনপি’র ২ নং ওয়ার্ড সভাপতি শেখ রিমন, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রহমান, উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান ( লিমন) সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাকেরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডে বরিশাল কুয়াকাটা মহাসড়কের পাশে চৌমাথা নামক স্থানে অত্যন্ত মনোরম পরিবেশে নবনির্মিত দৃষ্টিনন্দন লাভ বাকেরগঞ্জের নয়ন অভিরাম মনভোলানো দৃশ্য ইতিমধ্যে পৌরবাসী সহ সকলের দৃষ্টি কেড়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রোমানা আফরোজ বলেন, পৌরসভার যে কোন সৌন্দর্য বর্ধনের কাজ পৌরবাসীসহ সকলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব। তাই এর সৌন্দর্য যাতে বিনষ্ট না হয় সেজন্য সকলকে সু নজর রাখতে হবে।
