আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাকেরগঞ্জ – ৬ আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে দাড়িঁপাল্লা প্রতীকের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২২ (নভেম্বর) শনিবার সকাল ৯ টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুলের মাঠ থেকে বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও বাকেরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদারের নেতৃত্বে মটোর সাইকেল শোভাযাত্রাটি শুরু করে লেবুখালী ক্যান্টনমেন্ট এলাকা,
পাদ্রিশিবপুর মহেশপুর, নেয়ামতি, কানকি ঘুরে বাকেরগঞ্জ সদর রোড, হয়ে পুনরায় বাকেরগঞ্জ যে এস ইউ মডেল হাই স্কুলে মাঠে এসে শেষ হয়। বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে মটোর সাইকেল শোভাযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মাহফুজুর রহমান নায়েবে আমির জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখা।
বাকেরগঞ্জ উপজেলা জামায়াত নেতা গারুরিয়া ইউনিয়নের বিশিষ্ট শিল্পপতি আনোয়ার হোসেন সিকদার, সহ ইসলামী ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, পেশাজীবী ফোরাম, আইনজীবী ফোরাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ব্যবসায়ী ফোরাম, সাংস্কৃতিক বিভাগ ব্যাংকার সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
