বরিশাল সংবাদ দাতা: বাকেরগঞ্জে এফসিএ মাহমুূদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান অনুষ্ঠিত হয়। মাহমুদ ফাউন্ডেশন আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক সংগঠন হিসেবে বেশ সুপরিচিত। ফাউন্ডেশন এর সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে চক্ষু রোগীদের বিনামূল্যে ফ্রী চিকিৎসা দিচ্ছে এই সংগঠনটি।
২২ নভেম্বর ২০২৫ শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পৌরসভার ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় প্রায় ৭০০ ( সাতশত) জন চক্ষু রোগীর চিকিৎসা প্রদান করে সংগঠনটি। এবং আগের দিন ২১ নভেম্বর শুক্রবার উপজেলার গারুরিয়া ইউনিয়ন প্রায় ৫০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যের চিকিৎসা প্রদান করেন।
এছাড়াও এফসিএ মাহমুদ ফাউন্ডেশ এর আর্থিক সহায়তায় বিনা মূল্যে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাসব্যাপী অভিজ্ঞ ডাক্তার দ্বারা চোখের সমস্যা নির্ণয়, চিকিৎসা প্রদান, রোগীদের জন্য ফ্রি ঔষধ সরবরাহ, বিদেশী লেন্স বিতরণ এবং চোখের ছানি অপারেশন সহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।
ফ্রী চক্ষু চিকিৎসা প্রদান ছাড়াও এফসিএ ফাউন্ডেশনের উদ্যোগে এবছর বাকেরগঞ্জ উপজেলায় আরো বেশ কিছু সামাজিক কাজের সাথে জড়িত ছিল সংগঠনটি। এর মধ্যে প্রায় এক হাজারের উপরে মসজিদের ইমামদের প্রশিক্ষণ সহ উপহার সামগ্রী প্রদান, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন ফলের গাছের চারা বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এফসিএ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাহমুদ হোসেন জানান, সামাজিক সংগঠন হিসেবে তাদের এ কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে।
