More

    রাখবো চারপাশ পরিস্কার করবো ডেঙ্গু প্রতিকার

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ, পাথরঘাটা বরগুনা : ‘রাখবো চারপাশ পরিস্কার করবো ডেঙ্গু প্রতিকার, ডেঙ্গু প্রতিরোধে সবাই আমরা এক সাথে’সহ নানা স্লোগান নিয়ে উপজেলার রুহিতা, চরলাঠিমারা ও পদ্মা সিসিআরসির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

    এ সময় বক্তব্য রাখেন, রুহিতা সিসিআরসির সভাপতি বাদল মিয়া, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

    সম্প্রতি বরগুনায় ডেঙ্গু আক্রান্ত অনেক মানুষের প্রাণহানি হয়েছে। গত কয়েকমাস ধরে পাথরঘাটা ডেঙ্গু রেডজোন হিসেবে বিবেচিত হয়েছে। বর্তমানে এখানকার মানুষ ঝূকিতে রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনের ও স্থানীয় সরকারের প্রতি দাবি জানান বক্তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় ধানের শীষ মার্কার বিশাল জনসভা

    মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা নিয়ে আলোচনা ও পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে...