More

    বাকেরগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    এম এইচ কামাল বাকেরগঞ্জ বরিশাল:  বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোঃ শহিদুল ইসলামের স্ত্রী লাইজু বেগম তার বাসভবনে একটি সংবাদ সম্মান করেছেন। ২৩ নভেম্বর( রবিবার) বিকেল ৪ টায় সাংবাদিকদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনের শহিদুল ইসলামের স্ত্রী লাইজু বেগম লিখিত বক্তব্য পাঠ করে জানান, গত ২১ নভেম্বর (শুক্রবার) আমার স্বামী শহিদুল ইসলাম মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য গেলে মসজিদের নতুন কমিটি গঠন বিষয় নিয়ে প্রতিবেশী মোঃ মাসুদ হাওলাদারের সাথে তর্ক বিতর্ক হয়।

    এ সময় মুসুল্লীগন তাৎক্ষণিক দুই জনকে মিটাইয়া দেন। বিকেলে আমার দেবর মহিবুল্লাহর বাকেরগঞ্জে তার দোকান ঘর বন্ধ করে বাড়িতে ফেরার পথে মাসুদ হাওলাদারের বাড়ির সামনে পৌঁছালে তারা দলবেঁধে আমার দেবর মহিবুল্লার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় মহিবুল্লাহ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এখনো বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    ওই হামলার ঘটনায় গত ২২ নভেম্বর শনিবার আমার স্বামী শহিদুল ইসলাম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানা একটি মামলা দায়ের করেন। ওই মামলায় প্রধান আসামী মাসুদ হাওলাদার গতকাল গ্রেফতার হলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে মাসুদ হাওলাদারের স্ত্রী নাসিমা বেগম গতকাল শনিবার রাতে আমার স্বামী শহিদুল ইসলাম সহ পাঁচজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মিথ্যা চাঁদাবাজি মামলা করেন।

    এই মিথ্যে হয়রানি মুলক চাঁদাবাজি মামলা থেকে অব্যাহতি চেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক তদন্তের দাবি জানাই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে যুবদল নেতার উদ্যোগে বেহাল সেতু মেরামত

    পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে ১১৪ ফুট দীর্ঘ একটি বেহাল সেতু মেরামত করে চলাচলের উপযোগী করা হয়েছে। উপজেলার...