রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন বলেছেন-সরকার প্রতিটি উপজেলায় সেবার মান বাড়াতে ধারাবাহিকভাবে কাজ করছে। উজিরপুর উপজেলায় তিনটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আরও বলেছেন-উজিরপুর উপজেলায় সেবাদানকারীদের পাশাপাশি সেবাগ্রহীতাদের জন্যও উন্নত পরিবেশ নিশ্চিত করতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি ইউনি ব্লক রাস্তা নির্মাণ, আধুনিক ওয়েটিং রুম এবং উন্নত কনফারেন্স রুমের সংস্কার কাজের উদ্বোধন করেছেন। প্রকল্পগুলোর লক্ষ্য, উপজেলায় আগত সাধারণ মানুষের সেবাপ্রাপ্তির মান বাড়ানো ও প্রশাসনিক কাজে গতি আনা। উন্নয়ন কাজগুলোর পরিকল্পনা, বাজেট ব্যবস্থাপনা এবং বাস্তবায়নের দায়িত্ব পালনকারী উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা বলেন-উপজেলা পরিষদকে আধুনিক কর্মপরিবেশে রূপান্তর করার লক্ষ্যেই এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে।
এতে জনসেবার মান আগের চেয়ে বহুগুন বৃদ্ধি পাবে। উদ্বোধনী কার্যক্রম শেষে বরিশালের জেলা প্রশাসক উজিরপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তিনি প্রতিটি কেন্দ্রের সার্বিক প্রস্তুতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক কাজের যাচাই করেন। একইসাথে তিনি নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি জনসেবার মান বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করায় উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজার ভূয়সি প্রশংসা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল,বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাষ্টার আব্দুল মান্নান,
উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
