More

    কলাপাড়ায় ব্যবসায়ীদের দোরগোড়ায় ভূমি সেবা, ৬ লাখ টাকা আদায়।।

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো ব্যবসায়ীদের দোরগোড়ায় গিয়ে চান্দিনাভিটি এক বছর বন্দোবস্তের নবায়ন ও বকেয়া হালনাগাদ সেবা দিচ্ছে উপজেলা ভূমি প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খেপুপাড়ায় সরাসরি মাঠপর্যায়ে এই সেবা কার্যক্রম পরিচালনা করেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। দিনব্যাপী কার্যক্রমে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

    এবছর চান্দিনাভিটি থেকে প্রায় ২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যে কাজ করছে উপজেলা ভূমি প্রশাসন। আগামী এক সপ্তাহের মধ্যেই সকল ব্যবসায়ীর চান্দিনাভিটি নবায়ন সম্পন্ন করার পরিকল্পনা জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসহ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রেহান, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মৃধা, কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

    সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, “কোন ব্যবসায়ী যেন হয়রানির শিকার না হন, এজন্যই আমরা তাদের কাছে গিয়ে সেবা দিচ্ছি। সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি দিয়ে যাতে সহজে নবায়ন করতে পারেন সেটাই আমাদের লক্ষ্য। ব্যবসায়ীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। ভবিষ্যতেও এই কার্যক্রম চলবে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় যত্রতত্র পেট্রোল বিক্রি, হুমকির মুখে জননিরাপত্তা

    গত ১৩ নভেম্বর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও নাশকতা ঠেকাতে রাস্তার পাশে পেট্রোল...