More

    ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা

    অবশ্যই পরুন

    শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। প্রথম তিন ওভারে ফিরে গেলেন তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস ও পারভেজ হোসেন ইমন।

    দ্বিতীয় ওভারে খুবই আলতো শটে পয়েন্টে ক্যাচ দিলেন বাংলাদেশ অধিনায়ক। ৩ বলে তিনি করেন মাত্র ১ রান। দ্বিতীয় ওভারে লিটনের উইকেট নিয়ে বিপরীতে কোনো রান দেননি মার্ক অ্যাডায়ার। ৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০ রান। ক্রিজে এখন তৌহিদ হৃদয় ও সাইফ হাসান।

    বড় রান তাড়ায় কিছুই করতে পারলেন না তানজিদ হাসান তামিম। প্রথম ওভারে ম্যাথু হামফ্রিজের পঞ্চম বলে বড় শটের খোঁজে মিড অনে ক্যাচ দিলেন বাঁহাতি ওপেনার। মাত্র ২ রান করতে পারলেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    স্বরুপকাঠির একমাত্র খেয়াঘাট যেখানে আজ-ও দুই টাকায় পারাপার হয় নৌকা

      সুৃমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার কৌরিখাড়া খেয়াঘাটটি দুই টাকায় নৌকা পারাপারের জন্য পরিচিত। এটি অত্র উপজেলার একটি ঐতিহাসিক...