More

    কলাপাড়ার চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের সম্মেলন

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় মধ্য পাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। উদ্বোধন করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদিকা মোসাঃ নার্গিস আক্তার। প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “চম্পাপুর ইউনিয়ন একটি অবহেলিত এলাকা। উন্নয়নের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন। এবারের নির্বাচনে ব্যালটে নৌকা থাকবে না।

    এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা জরুরি।” সম্মেলনে সভাপতিত্ব করেন মোসাঃ রাশিদা বেগম, সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ফাতেমা নাসরিন সীমা।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি শহীদ মাতুব্বর, বাদল তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, মোঃ সেলিম সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ, সাধারণ মেহেদী হাসান মিলন।

    এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়, সভানেত্রী মোসাঃ রাশিদা বেগম, সাধারণ সম্পাদক খুকি, সিনিয়র সহ-সভাপতি শিল্পী বেগম, সহ সাধারণ সম্পাদক পুশি বেগম, সাংগঠনিক সম্পাদক খালেদা বেগম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

    বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। এরইমধ্যে একটি বেসরকারি...