মহান আল্লাহ তায়ালা ও পবিত্র আল-কোরআনকে নিয়ে কটূক্তি করায় বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে ভোলার লালমোহন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে পৌরশহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে চৌরাস্তার মোড়ে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন মুসল্লিরা।
সমাবেশে বক্তারা বলেন, বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহ তায়ালা ও পবিত্র কোরআনকে নিয়ে করা কটূক্তিতে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা বর্তমান সরকারের কাছে আবুল সরকারের ফাঁসির দাবি করছি।
না হয়, আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির, উত্তর বাজার জামে মসজিদের খতিব মুফতি মইনুল ইসলাম এবং ঈদগাঁও মসজিদের খতিব মাওলানা ইমরান আতিক রাজিব প্রমুখ।’
