মো.নাসির উদ্দিন ফকির লিটন কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী সাহেব রামপুর বাজারে আজ শুক্রবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরের দিকে ঘটে যাওয়া এ ঘটনায় তানজিমা পেইন্ট এন্ড হার্ডওয়্যার, সাদ্দাম হাট ওয়ারসহ মোট চারটি দোকান আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় তিন থেকে চার কোটি টাকার ক্ষতি হয়েছে। তারা অভিযোগ করে বলেন, এটি কোনো স্বাভাবিক দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত ষড়যন্ত্রমূলকভাবে আগুন লাগানো হয়েছে। তাদের দাবি, ঘটনাস্থলের পরিস্থিতি ও আগুনের দ্রুত ছড়িয়ে পড়ার ধরন ইঙ্গিত করছে যে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোকানগুলোতে আগুন দিয়েছে।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে এবং ফায়ার সার্ভিসের গাড়ি বাজারে পৌঁছানোর আগেই দোকানগুলো ভস্মীভূত হয়ে যায়। এতে হতাশ ও ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ—তদন্ত যথাযথভাবে না হলে প্রকৃত সত্য প্রকাশ পাবে না।
