More

    পুলিশের হাত থেকে পালানো সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জে পুলিশের কাছ থেকে কৌশলে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ির কাছাকাছি স্বজনদের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এর আগে একইদিন দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে কৌশলে পালিয়ে যান তিনি।

    শাহনাজ পারভীন‌ রানী বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক। তিনি বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসী গ্রামের বাসিন্দা ও হালিম খানের স্ত্রী।

    বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, ২০১৯ সালে পটুয়াখালী জেলায় দায়ের করা একটি চেক প্রত্যাখান মামলায় এ বছরের ১২ ফেব্রুয়ারি পটুয়াখালীর যুগ্ম দায়রা তৃতীয় জজ আদালত রানীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধেরও নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ বরিশালটাইমসকে বলেন, দুপুরে আমরা খবর পাই রানী একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে এসেছেন।

    সেখানে গিয়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে পরিবারের সদস্য ও স্থানীয়দের বাধায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং শাহনাজ পারভীন রানী এ সময় কৌশলে পালিয়ে যান। এরপর পুলিশ অভিযান চালিয়ে একই দিন দিবাগত রাত ২টার দিকে বাড়ির কাছাকাছি স্বজনদের বাড়ি থেকে তাকে আবারও গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে, পরীক্ষা নিলেন প্রধান শিক্ষক

    বরগুনার আমতলী উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিয়েছেন বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা। এতে উপজেলার...