More

    ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে : চরমোনাই পীর

    অবশ্যই পরুন

    ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে আর হবে না। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে বরিশালের বেলস পার্ক মাঠে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও এর ভিত্তিতে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে এ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা বিদেশে টাকা পাচার করেছে, উন্নয়নের নামে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।’ তিনি বলেন, দেশের সম্পদ নিয়ে ষড়যন্ত্র ও লুটপাট চলছে।

    বিদেশে ‘বেগম পাড়া’ গড়ে তোলার অভিযোগ তুলে তিনি দাবি করেন, দেশজুড়ে তার (রেজাউল করীম) সফরে জনগণের ক্ষোভ তিনি নিজ চোখে দেখেছেন। তিনি বলেন, ‘চাঁদাবাজদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আপনাদের ঠাঁই আর হচ্ছে না।’ সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, জুলাই আন্দোলনে অংশ নিতে গিয়ে অনেকে চোখ হারিয়েছেন, পরিবার হারিয়েছে আপনজন। জুলাই শহীদদের সঙ্গে বেঈমানি যারা করবে, বাংলাদেশে তাদের জায়গা নেই।

    জনগণের উদ্দেশে চরমোনাই পীর বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগকে দেখে মানুষ পরিবর্তন চায়। তার দাবি, ইসলামী দলগুলোর জোট ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ হবে এবং দেশ উন্নয়নের পথে এগোবে।’ বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অসুস্থ রাজনৈতিক নেতাদের জন্য দোয়া কামনা করেন।

    বরিশালের বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত এ মহাসমাবেশে ইসলামপন্থী আটটি দলের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত নেতারা পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ইসলামপন্থীদের সমাবেশে জনস্রোত, সরকারকে কঠোর বার্তা

    সম্ভবত এই প্রথমবারের মতো বরিশালে বড় ধরনের সমাবেশ করল ইসলাম ধর্মভিত্তিক ৮ টি রাজনৈতিক দল। মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে...